Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

তিন দিনের সফরে ডাচ রানী ম্যাক্সিমা ঢাকায়

নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ‘ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট’ উদ্যোগের বিশেষ অ্যাডভোকেট হিসেবে তিনি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরে এসেছেন।ঢাকায় জাতিসংঘ দফতর জানিয়েছে, রানী ম্যাক্সিমা আর্থিক ক্ষেত্রে সবাইকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সচেতনতা সৃষ্টি করছেন, বাংলাদেশ সফর হল তার অংশ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের যে লক্ষ্য নির্ধারিত হয়েছে তার আওতাধীন দারিদ্র্যবিমোচন, অর্থনৈতিক উন্নয়ন জোরদার, নারীর ক্ষমতায়ন এবং অপরাপর লক্ষ্য অর্জনে আর্থিক সেবা একটি অন্যতম মাধ্যম। বাংলাদেশের উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে এ সফরে ক্ষুদ্রঋণ খাত জোরদার, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেশি গুরুত্ব পাবে।রানী ম্যাক্সিমা বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমানসহ বাংলাদেশ সরকার, উন্নয়ন অংশীদার, সুশীল সমাজের নেতা এবং বেসরকারি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও রানী ঢাকার বাইরে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। তিনি ওইসব স্থানে কম আয়ের মানুষ যেমন গার্মেন্টকর্মীরা কীভাবে ডিজিটাল পদ্ধতিতে মজুরি পান, একজন নারী আর্থিক সেবার মাধ্যমে কীভাবে উদ্যোক্তা হয়েছেন এবং মোবাইল অর্থ অপারেশনের গ্রাহক ও এজেন্টদের কাছ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা গ্রহণ করবেন। রানী ম্যাক্সিমা ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। রানীর সফরকে আগেই ভিআইপি সফর ঘোষণা করেছে সরকার। ফলে ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স’ (এসএসএফ) তার নিরাপত্তার আয়োজন করবে। রানী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।রানী ম্যাক্সিমা ২০০৯ সালে জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট উদ্যোগের বিশেষ অ্যাডভোকেট নিযুক্ত হয়েছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top