রাজধানীতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এতে সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়।
যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাই নির্ঘুম রাত কাটছে বাবা-মা’র। চিকিৎসকরা বলেছেন, দুশ্চিন্তার তেমন কিছু নেই। শিশুদের সঠিকভাবে যত্ন নেয়ার পরামর্শ দিলেন তারা। তবে গত কয়েকদিন সূর্যের দেখা মিলেছে বেশ বেলা করেই। আছে কনকনে বাতাসও।
ফলে শীতে জবুথবু নগরবাসীও। শীতে সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা। সহজেই কাবু হয় ঠাণ্ডাজনিত রোগে। দিবার বয়স সবে বছর পেরিয়েছে। হাসপাতালের বিছানায় নির্ঘুম রাত কাটছে তার মা রুমানার। হঠাৎ শীত আসায় ক্রমেই বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। ভিড় বাড়ছে হাসপাতালে।
এই মৌসুমে শীতকালীন ডায়রিয়া, পানিবাহিত টাইফয়েড, এডিনো ভাইরাসেই বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই তাদের জন্য দরকার বিশেষ যত্নের।