Saturday , 20 April 2024
সংবাদ শিরোনাম

৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

এ,কে,এম শফিকুল ইসলামঃ চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। একজনও পাস না শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এবার বেশি।আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। চলতি বছর পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। এদিকে গতবারের তুলনায় কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা।ফল বিশ্লেষণে দেখা যায়, একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা গতবার ছিল ২৫টি।শূন্য পাস করা প্রতিষ্ঠানের দিক দিয়ে এগিয়ে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ১৯টি মাদ্রাসার একজনও পাস করতে পারেনি।এর পরই আছে ঢাকা শিক্ষা বোর্ড। ওই শিক্ষা বোর্ডের ১৭টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। রাজশাহীতে ১১, কুমিল্লায় তিনটি, যশোরে চারটি, বরিশালে দুটি, দিনাজপুরে ১৬টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩২টি। এ সংখ্যাও কমেছে। গত বছর এ সংখ্যা ছিল ৮৪৮টি।শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানে এগিয়ে আছে মাদ্রাসা বোর্ড। ২৫০টি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এরপরই আছে কারিগরি শিক্ষা বোর্ড। ওই বোর্ডে ১৪৬টি প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।ঢাকায় ৪০টি, রাজশাহীতে ২২টি, কুমিল্লায় সাতটি, যশোরে ৪১টি, চট্টগ্রামে একটি, বরিশালে ছয়টি, সিলেটে আটটি, দিনাজপুরে ১১টি প্রতিষ্ঠানে সবাই পাস করেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top